Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

রাজনীতির মাঠে ‘ক্লাস ওয়ানের ছাত্র’ অলরাউন্ডার সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ক্রিকেটমাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার রাজনীতির মাঠেও নামছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী আসনে গেছেন সাকিব। ক্রিকেটমাঠে অভিজ্ঞ হলেও, রাজনীতির মাঠে তিনি যে নবীন সেটি মাগুরা গিয়ে স্বীকার করেছেন সাকিব।

মাগুরায় বড়সড় সংবর্ধনা পেয়েছেন

সাকিব। উপস্থিত লোকজনের উদ্দেশে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘বক্তৃতা অত ভালো দিতে পারি না। বক্তৃতা দেওয়া কখনোই আমার অভ্যাস ছিল না। তাই আমার কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। প্রথমেই স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর দেশরত্ম শেখ হাসিনাকে; যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই জানেন, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শেখর ভাই কতো ভালো কাজ করেছেন। তার আসনে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, এটা আসলে তারই আসন। আমরা দুজনই একসঙ্গে কাজ করব। সে মাগুরাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আশা করব, আমরা দুইজন মিলে সামনের ৫ বছর আরও অনেক দূর এগিয়ে নিতে পারবো। এজন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরায় না, পুরো বাংলাদেশে।’

রাজনীতির মাঠে নিজের অনভিজ্ঞতা স্বীকার করে নিয়ে সাকিব বলেন, ‘এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন। তারা আমাদের অভিভাবক। তারা আমাদের শিক্ষা দেবেন। আমি এখানে ক্লাস ওয়ানের ছাত্র। আর তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের দিকনির্দেশনা ছাড়া আমি এক পা’ও আগাতে পারব না। আমি যখন প্রথম ব্যাট ধরেছি, বল ধরেছি তখন কোচরা যেমন শিখিয়ে দিয়েছেন, আশা করি আমাদের সভাপতি সেক্রেটারি, চেয়ারম্যান; আমি আসলে অত পদও জানি না সত্যি কথা, সবাই যদি আমাকে সমর্থন করে, আমি যেমন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছি, মাগুরাকে তেমন একটি স্থানে নিয়ে যেতে পারব।’

প্রসঙ্গত, মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এই আসনের বেশির ভাগ নেতাকর্মী সাইফুজ্জামানের অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। সাইফুজ্জামানের বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন