Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী, ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

স্টাফ রিপোর্টার:
১৫ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লার এক ব্যবসায়ীর প্রেমের টানে চেক প্রজাতন্ত্র থেকে ছুটে এসেছেন ইউক্রেনীয় নারী সালো নাদিয়া। ৫০ বছর বয়সী এই নারী গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার ব্যবসায়ী মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। ৬৩ বছর বয়সী মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা এবং তিনি আগে কখনো বিয়ে করেননি।


শনিবার (১ মার্চ) সকালে আজকের

কুমিল্লার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় সালো নাদিয়ার সঙ্গে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং মোতাসিন প্রথম প্রেমের প্রস্তাব দেন, যা নাদিয়া গ্রহণ করেন। এরপর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন, যার ধারাবাহিকতায় নাদিয়া বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।


নাদিয়া পেশায় একজন সাইকোলজিস্ট এবং গত ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন। তিনি মূলত ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলেন, তবে ইংরেজিও জানেন। মোতাসিনের সঙ্গে তার ইংরেজিতেই কথা হয়, তবে তিনি বাংলা শেখার চেষ্টা করছেন।


মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক পছন্দ করেন, বিশেষ করে কুমিল্লার রসমলাই তার প্রিয়। তবে বাংলাদেশের জলবায়ু ও অতিরিক্ত জনসংখ্যা নিয়ে কিছুটা আপত্তি আছে তার। তিনি ঝালযুক্ত খাবার পছন্দ করেন না।


নাদিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন এবং সেখানে মোতাসিনের ভিসার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে তারা একে অপরের দেশে যাওয়া-আসার মধ্যে থাকবেন বলে জানান।


ইউক্রেনীয় নারীর সঙ্গে কুমিল্লার ব্যবসায়ীর এই বিয়ের খবর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

১৫ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন