কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, শিদলাই
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়জিদ হোসেন রানা ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ মির হোসেন, শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান, সদস্য সচিব হৃদয় হাসান, ও ছাত্রদল নেতা নাসির আহমেদ অনিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ তার বক্তব্যে উল্লেখ করেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক ও মনাবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবে।"
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫