Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সময় ৩৭ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫
# ফাইল ফটো

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় পাঁচ মূলহোতাসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে পরীক্ষা চলাকালীন সময়ে জেলার

বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


ব্রিফিংয়ে র‌্যাব কমান্ডার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন কেন্দ্রে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। এ সময় একটি চক্র ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অসদুপায় অবলম্বন করছিলেন। এ ঘটনার গোপন সংবাদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। এতে তাদের গ্রেফতারসহ ওইসব উপকরণ জব্দ করা হয়েছে। এই চক্রের মূলহোতা মারুফ, মুন্না, সোহাগ, নজরুল ও সোহেল বিভিন্ন পরীক্ষার্থীকে ১৪ থেকে ১৮ লাখ টাকায় চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আসছিলেন। এদের মধ্যে নজরুল পরীক্ষার্থী সংগ্রহ করতেন এবং সোহেল ডিভাইস সংগ্রহ সরবরাহ করতেন। আর মারুফ ও মুন্না বাহির থেকে প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করেন।


অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জালিয়াতি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন