Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

রাজনীতি

প্রার্থিতা ফেরাতে আপিল করলেন তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো



ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ইসির সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল করেন।


আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, ‘সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে

যাব।’


মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।’


গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় জারা জানিয়েছিলেন, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।


তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।


উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন