আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া, কর্মসূচি ভুয়া, একদফা ভুয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, বক্তৃতা করব না। নির্বাচনের
তিনি বলেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। এদের আন্দোলন, কর্মসূচি ভুয়া। ওদের ২৮ দফা ভুয়া। ১ দফা ভুয়া।
ওবায়দুল কাদের আরও বলেন, বাইডেনের উপদেষ্টা ভুয়া। ওদের নেতা তারেক ভুয়া। বিএনপি একটা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুধু অন্ধকার।
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা। সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫