দল-মতের ঊর্ধ্বে উঠে একে অপরের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুর ২টায় কক্সবাজারের চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত এক জানাজায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই মতভেদের ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক
ভাই, বন্ধু ও নাগরিক হিসেবে যেন বসবাস করতে পারি। এ লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বাবা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ গতকাল রোববার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্থানীয় মানুষের ঢল নামে।
স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সিরাজ উদ্দিন আহমদ।
২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
