ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাট চিকিৎসা’ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাভাবিক কাজকর্মে ফিরে এসেছেন এবং শনিবার তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার ত্বকের একটি ক্ষুদ্র লিজন অপসারণ করার জন্য ছোটখাটো একটি চিকিৎসা
করা হয়েছে। তিনি বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন এবং শুক্রবার সকাল থেকে তিনি নিয়মিত কাজ শুরু করেছেন।প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার তিনি কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য ৫ অক্টোবর থেকে এ সংলাপ শুরু হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের সংলাপের জন্য শনিবার গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি এবং জাতীয় পার্টি (আন্দালিব) এর নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫