পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৩ জানুয়ারি) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা। কমিশনের নেতৃত্বে ছিলেন এর সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান (অব.)।
সাক্ষাৎকালে
তারা তদন্ত কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন কমিশনের সদস্যরা। এ সময় সেনাপ্রধান আশ্বস্ত করেন যে, তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীর প্রতীক, সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
তদন্ত কমিশনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, সেনাবাহিনীর এই সহযোগিতার আশ্বাস পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু মানুষ নিহত হন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের সঠিক বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে দেশজুড়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার পুনঃতদন্তের মাধ্যমে ঘটনার অজানা তথ্য বেরিয়ে আসার আশা করছেন সংশ্লিষ্টরা।
৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫