Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

রাজনীতি

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
# ফাইল ফটো



পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর প্রশ্নে গণভোট আয়োজনের

দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।


এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।

১৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন