অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এই পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। তবে এখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে
গঠিত নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে তার এই মনোনয়ন নিয়ে কোনো আপত্তি ছিল না। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ ছিল। সমঝোতার মাধ্যমে আখতার হোসেনকে এই পদে নির্বাচিত করা হয়েছে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে। এছাড়া, জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের (শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি) নাম বিবেচনায় রয়েছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দীন পাটওয়ারীর নাম প্রস্তাবিত হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় নাহিদ ইসলাম মুখপাত্রের দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
নাহিদ ইসলাম ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫