Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুর!

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এ সময় তার দলের অনেক নেতাকর্মীও পার্শ্ববর্তী দেশটিতে পাড়ি জমান। তবে ৫ আগস্টের পরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনায় ছিলেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে তার অবস্থান নিয়ে খবর ছড়িয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও তাকে

খুঁজতে অভিযান চালিয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। গুঞ্জন রয়েছে যে, তিনিও দেশ ছেড়ে ভারতে চলে গেছেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ভাইরাল হয়েছে। তবে এই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি।


ভাইরাল হওয়া তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি সক্রিয় ছিল। ওই দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোনের লোকেশন ছিল মোহাম্মদপুরে। রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) নম্বর বাড়িতে তার সর্বশেষ অবস্থান ধরা পড়ে।


তালিকায় আরও দেখা গেছে, ওবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয় এবং নিজ বাসা ছাড়া অন্য কোথাও তার কল লোকেশন খুব কমই পাওয়া গেছে।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন