বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফর শেষে দেশে ফিরে জানান, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের আয়োজিত সভায় অংশগ্রহণ করেছেন। লন্ডনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। তার এই সফরকে তিনি "ভালো ও ফলপ্রসূ" হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার
দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।তারেক রহমানের কাছ থেকে কোনো বার্তা এনেছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি বড় বিজয় অর্জন করেছি। এই বিজয়কে অর্থবহ ও সফল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।"
তারেক রহমান কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, "তার বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।"
অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫