Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এর জন্য নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়। তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে অনির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনা করতে দিতে পারি না।


শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার নিয়ে কাজ করা একটি ভালো উদ্যোগ।

এটি কোনো নতুন ধারণা নয় এবং বিএনপির এ বিষয়ে কোনো আপত্তি নেই। তবে তিনি মনে করেন, দেশে চলমান অস্থিরতা অনেকটাই কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।


তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দলটি জুলাই মাসের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। তাদের শাসনামলে গুম, খুন ও বিনা বিচারে হত্যার ঘটনা ঘটেছে।


মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। অথচ সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, জনগণের সমস্যার সমাধান খোঁজার বদলে অনেকেই রাজনীতিবিদদের দোষারোপ করে বেড়াচ্ছে।


বিএনপির এই নেতা জানান, বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে এবং তারা চান বর্তমান সরকার সফল হোক।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন