Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

ওবায়দুল কাদেরের দুর্নীতির তদন্তের জন্য দুদকে আবেদন

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ তিনজনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং এ বিষয়ে মামলা করতে চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ নিজেই দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন।


আবেদনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও তাঁর দুই ভাই

আব্দুল কাদের মির্জা ও মাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে।


অন্যদিকে, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তাঁর তিন ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের জন্যও পৃথক আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ। এ ছাড়া, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন তিনি। এসব অভিযোগ অনুসন্ধান করে মামলা করার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর সম্পদের অনুসন্ধান চেয়েও আবেদন করেছেন এই আইনজীবী।


উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারদলীয় সাবেক এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়। পৃথক এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।

১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন