Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে সেটি ধরিয়ে দিতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে সেটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই আহ্বান জানান।


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "যদি আমাদের মধ্যে কোনো ভুল বা

দুর্নীতি হয়, তাহলে আপনি (গণমাধ্যম) তা প্রকাশ করুন। এতে আমরা সচেতন হব এবং সংশোধন করতে পারব। আমাদের ভুলগুলো অবশ্যই আপনাদের ধরিয়ে দিতে হবে। তবে যদি ভুল না হয়, তাহলে সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক। যদি আমাদের মধ্যে কোনো দুর্নীতি হয়, আপনি বলতে পারেন যে এটা হচ্ছে। এতে আমার কোনো আপত্তি নেই।"


কারাগারের প্রকল্প সম্পর্কে তিনি বলেন, "কারাগারের গাড়ি পার্কিংয়ের স্থানটি ছোট, এটি আরও বড় করা দরকার। কারাগারের বাইরের রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজনের যে সময় এখানে আসবে, তাদের গাড়ি রাখা ও চলাচলে অসুবিধা হবে।"


তিনি আরও বলেন, "প্রকল্পের কাজ ভালোভাবেই এগিয়ে চলছে এবং তারা ভালোভাবে কাজ করছে। আরেকটি বিষয় হল, যেই বাজেট রয়েছে, সেই বাজেটের ভেতরেই কাজটি সম্পন্ন করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যে বাজেট আছে, এই বাজেটের মধ্যেই কাজটি শেষ করতে হবে।"


তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে।

২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন