পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপটি লিজ দিচ্ছে—এমন উদ্ভট কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংরক্ষণ ও পর্যটনের সমন্বয় সাধনের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। নভেম্বর মাসে সেন্টমার্টিনে দিনের মধ্যেই ফিরে আসতে হবে,
আর ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে রাত্রিযাপন করতে পারবেন।সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সেন্টমার্টিন দ্বীপ এবং পর্যটন শিল্পকে একসঙ্গে রক্ষা করতে চায়।
তিনি আরও বলেন, কেবল মানবাধিকারের বিষয় নয়, বন্যপ্রাণীর অধিকার সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। বর্তমানে হাতির চলাচলের পথগুলো যেভাবে সংকুচিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দাবিগুলো সম্পূর্ণ অমূলক নয়, তবে জনগণ প্রথমে সংস্কার চায়।
তিনি বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন। তবে সরকার নির্বাচন ও সংস্কার উভয় বিষয়েই কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদের ভিত্তিমূল রয়ে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫