Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে: স্থানীয় সরকার উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে না পারার কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন,

সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ সজিব বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নন, বরং বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই এ আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে তার কিছু বলার সুযোগ নেই। তবে সরকারের পক্ষ থেকে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে যে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটি পুরোপুরি সরকারের সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে।


তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সংস্কার কমিশন গঠন করেছে, এবং তিন মাসের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সংস্কারের পরেই নির্বাচন আয়োজনের দিকে যাওয়া হবে।


আসিফ মাহমুদ সজিব বলেন, “আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। বর্তমান সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী এগিয়ে যাওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হচ্ছে, তারা যেন নিজেদের মতামত ও প্রস্তাবনা দিয়ে সহযোগিতা করে।”


তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে সংকট থাকলেও বর্তমান সরকারের সংস্কারের মাধ্যমে সেই সংকট সমাধানের সুযোগ রয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। সকল রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতার মাধ্যমে এই সংস্কার সম্পন্ন করা হবে।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন