Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ বাংলাদেশী নাগরিক বিজিবির হাতে আটক

রাসেল সোহেল
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো


সীমান্ত এলাকায় মানব চোরাকারবারী আপন মিয়াসহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে গমনের সময় ৬০ বিজিবি তাদের আটক করে।

শনিবার  (২৮ সেপ্টেম্বর ) বেলা পৌণে ১২ টায়  গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৫৮/এম হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর নামক স্থানে

মানব চোরাচালানকারী সদস্য  মোঃ আপন মিয়াকে (২২) আটক করে।  আটক হওয়া  আপন মিয়া  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের  মোঃ ফয়েজ আহম্মেদের ছেলে। এসময় তার সহায়তায় অবৈধ অনুপ্রবেশকালে মোঃ বজলুল আমিন (২০), মো: মামুন মিয়াকে (১৯) ও মো: তারিকুল ইসলামকে (২২) আটক করে।

আটক হওয়া  মো: বজলুল আমিন  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার  জয়তুন মিয়ার ছেলে , আটক হওয়া  মোঃ মামুন মিয়া (১৯)  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার   মোঃ আব্দুল মান্নানের ছেলে এবং আটক হওয়া মোঃ তারিকুল ইসলাম  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নারায়নপুর গ্রামের   মোঃ মনির মিয়ার ছেলে। এই ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করে।

 আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় উল্লিখিত ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণের এ এম জাবের বিন জব্বার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদেরকে  ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।



২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন