Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় নির্বাচনে গোলাগুলির ঘটনায় ছাত্রদল নেতা আটক

স্টাফ রিপোর্টার:
১১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা ও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবু সুফিয়ান অন্তু (২৭) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।


শনিবার (৯ মার্চ) দুপুরে নগরীর রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু সুফিয়ান অন্তু কুমিল্লা মহানগর ছাত্রদলের সদস্য।


বিষয়টি

নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।



এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ঘোড়া প্রতীকের সমর্থক এবং বাস প্রতীকের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। অভিযানে ছাত্রদল নেতা অন্তুকে আটক করা হয়।


ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অন্তু নামের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

১১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন