ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড (এনএনও) নিউজ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল, ২০২৩) রাজধানীর ধানমন্ডি এলাকার বেঙ্গল বুকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট লাব্বি আহসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব ড.ডেভিড ডোল্যান্ড।
এই
সময় এনএনও নিউজ টিমের সকল সদস্যের সাথে আলোচনা সভার মাধ্যমে টিমের ভবিষ্যৎ কাজগুলো নিয়ে কিছু পরিকল্পনা করা হয়। এছাড়া নিউজ পেপার অলিম্পিয়াডের নতুন সদস্য নিয়োগ, দেশব্যাপী নিউজপেপার অলিম্পিয়াডের ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগসহ আরো নানা বিষয় নিয়ে আলোচনা।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড.ডেভিড ডোল্যান্ড এনএনও নিউজের কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি সাংবাদিকতার মতো এই মহান পেশা যেন সত্য খবর পৌঁছানোর মাধ্যমে তরুণেরা যেন এগিয়ে আসা সেই আশা ব্যক্ত করেন। ইফতার মাহফিলে আরে উপস্থিত ছিলেন নিউজ পেপার অলিম্পিয়াডের সকল ডিরেক্টর ও এক্সিকিউটিভসহ সকল সদস্যরা।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫