Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো


জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ  প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮ টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার গাজী শামীম আচ্চাকান্দি গ্রামের গাজী কবির আলীর ছেলে। সে

সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডে গাজী শামীম সক্রিয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।  

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় গোয়েন্দা নজরদারীতে ছিলেন গাজী শামীম।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ডিবির ওসি মো. আরমান আলী ও বকশীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরাতন গরুহাটি থেকে আটকের পর ডিবির হাতে গাজী শামীমকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায় । হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন