Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মিডিয়া

অনিয়মের অভিযোগে সালথা প্রেসক্লাবের ১১ সাংবাদিকের পদত্যাগ

ডেস্ক রিপোর্টঃ
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের তিন সহসভাপতিসহ ১১ সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন।

তারা বৃহস্পতিবার বিকালে সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল হাসানের কাছে একটি লিখিত পত্রে এ পদত্যাগপত্র জমা দেন।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক আবু নাসের হুসাইন ও বর্তমান সহসভাপতি আজিজুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগকারী সাংবাদিকরা হলেন- প্রেসক্লাবের

তিন সহসভাপতি দৈনিক যায়যায়দিনের সালথা প্রতিনিধি হুসাইন বুলবুল, সংবাদের সালথা প্রতিনিধি মো. আজিজুর রহমান, আজকালের খবরের সালথা প্রতিনিধি মো. মনির মোল্যা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সমকালের সালথা প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক ও যুগান্তরের সালথা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক-ক্রীড়া সম্পাদক ও আমার সংবাদের সালথা প্রতিনিধি বিধান মণ্ডল।

পদত্যাগ করা প্রেসক্লাবের সাধারণ সদস্যরা হলেন- দৈনিক খোলা কাগজের সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন, একুশের কণ্ঠের সালথা প্রতিনিধি মজিবুর রহমান, কালের কণ্ঠের সালথা-নগরকান্দা প্রতিনিধি নুরুল ইসলাম, সকালের সময়ের সালথা প্রতিনিধি মোহাম্মাদ সুমন ও দেশসেবা ডটকমের সালথা প্রতিনিধি আবুল বাসার।

পদত্যাগকারীদের অভিযোগ, সাংবাদিকতার সঙ্গে জড়িত নয় ভোটের জন্য এমন লোকদের সদস্য করেছেন সালথা প্রেসক্লাবের সভাপতি। এ ছাড়া সাংবাদিকতা পেশাকে পুঁজি করে অপসাংবাদিকতা করা হচ্ছে। কিছু সদস্যদের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সভাপতি নিজেও সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি। তিনি প্রেসক্লাবের অর্থ কয়েকবার আত্মসাৎ করেছেন। যে কারণে এর আগে তাকে বহিষ্কারও করা হয়েছিল।

তাদের আরও অভিযোগ, নামধারী সাংবাদিকদের দিয়ে সব সময় পেশাদার সাংবাদিকদের চাপে রাখেন সভাপতি। তাদের চাপে মূল ধারা সাংবাদিকরা সংবাদের জন্য কাজ করতে পারছে না।

সালথা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. শরিফুল হাসান বলেন, আমার কাছে একসঙ্গে ১১ সাংবাদিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি তাদের পদত্যাগপত্র জমা নিয়েছি। বিষয়টি আমি সভাপতি-সম্পাদককে অবগত করেছি। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা বলেন, পদত্যাগের বিষয়টি আমি জেনেছি। এটা সবার গণতান্ত্রিক অধিকার। যারা পদত্যাগ করেছে, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। তবে পদ ত্যাগকৃতরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তা সত্য নয়।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন