Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নতুন উদ্যোক্তাদের সহায়তায় আসছে ৯০০ কোটি টাকার তহবিল

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের জন্য প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তাদের মূলধন সরবরাহ করা হবে। সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের 'স্টার্টআপ কানেক্ট' সেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই তথ্য জানান।


তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল থেকে স্টার্টআপ

কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও শীঘ্রই জারি করা হবে।


স্টার্টআপ কানেক্ট সেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। গভর্নর তাদের উদ্দেশ্যে বলেন, "স্টার্টআপ ব্যবসায় সাফল্য রাতারাতি আসে না। ধৈর্য্য ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে।" তিনি আরও যোগ করেন, "বিকাশের মতো আরও ইউনিকর্ন দেখতে চাই। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই সম্ভাবনা আছে। সুযোগ পেলে বাংলাদেশে বিকাশের মতো ১০টি ইউনিকর্ন তৈরি করা সম্ভব।"


এদিকে, সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নতুন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স নবায়নের জটিলতার কথা উল্লেখ করে বলেন, "ব্যবসা শুরুর ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য লাইসেন্স সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া কঠিন। লালফিতার দৌরাত্ম্য উদ্যোক্তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।"


রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ৪ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য— 'এম্পাওয়ারিং ইনোভেশন, কানেকটিং অপরচুনিটি'।


সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। এছাড়া, কনস্টিলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান তানভীর আলী বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব ও আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী প্রমুখ।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন