Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের স্বাধীনতার সমর্থনে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিশ্বজুড়ে 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গত ৫ এপ্রিল 'ট্রান্সলেটিং ফালাস্তিন' নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

থেকে প্রথম এ কর্মসূচি ঘোষণা করা হয়।


ঢাকায় ফজরের নামাজ শেষে বিভিন্ন সড়কে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে দিনের বিভিন্ন সময়ে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলবিরোধী এসব বিক্ষোভে অংশ নেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা একাধিক বিক্ষোভ প্রদর্শন করেন। হেফাজতে ইসলাম বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম ও গুলশান এলাকায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুরসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে।


এছাড়া গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে মানিক মিয়া এভিনিউতে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ সমাবেশ করে। সংসদ ভবনের সামনে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের পক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন।


ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ সকল জেলা ও উপজেলায় জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন বাম সংগঠন বিক্ষোভ করে।


এদিন গাজাবাসীর আহ্বানে শ্রেণিকক্ষ ও পরীক্ষা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।


সমাবেশগুলোতে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি গাজায় গণহত্যার বিচার ও ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম বিশ্ব, ওআইসি ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন