Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ নির্বাচন কমিশনার সানাউল্লাহর

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ কারণে তিনি প্রবাসীদের জন্য প্রক্সি ভোট পদ্ধতি চালুর সুপারিশ করেছেন।


মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা

প্রক্সি ভোট দিতে পারবেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।


তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোট পদ্ধতি চালু করতে একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে আলোচনা করা হবে।


এছাড়া তিনি জানান, আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া কতদিনের মধ্যে বাস্তবায়ন করা যাবে, সে বিষয়ে তথ্য জানানো সম্ভব হবে।


এর আগে সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করে তাদের নমিনি নির্ধারণ করবেন। এরপর সেই নমিনি তাদের পক্ষে ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন