Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নির্বাচনী নাটকে সরকারই দর্শক,তারা নিজেরাই অভিনেতা: ইসলামী আন্দোলন

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, ‘সরকার পাতানো নির্বাচনের নামে নাটক করার চেষ্টা করছে। তারা নিজেরাই দর্শক, নিজেরাই অভিনেতা। কিন্তু নাটকে কোনো দর্শক নেই। আমরা এই জাতীয় নাটক দেখতে চাই না।’

আজ শুক্রবার পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ‘দেশে

দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলা হচ্ছে। কারণ, এ দেশ যারা পরিচালনা করছে, তাদের ব্যর্থতার জন্যই আশঙ্কার কথা বলা হচ্ছে। এর আগে যারা দেশ পরিচালনা করেছে তারাও ব্যর্থ। দেশের উন্নয়ন দেখলে ভালো লাগে, কিন্তু উন্নয়নের পাশাপাশি যেসব ব্যর্থতার উদাহরণ তৈরি করা হয়েছে, সেসব দেখলে উন্নয়ন ম্লান হয়ে যায়। এসব উন্নয়নের কথা বলে জনগণকে আর জিম্মি রাখা যাবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘সরকার মনে করতে পারে এভাবেই পার পেয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে, স্বেচ্ছাচারিতার পরিণতি সবসময়ই ভয়ানক হয়। এ দেশের মানুষকে নিয়ে আর খেলা করতে দেওয়া যাবে না।’

সভায় দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন