জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব পূর্বের মতোই জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ওপর ন্যস্ত হবে। এবার ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সম্পৃক্ততা থাকবে না। এছাড়াও, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
নির্বাচন
কমিশন সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের ওপর ন্যস্ত করেছিলেন। এ উদ্দেশ্যে নীতিমালা সংশোধন করে জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়। তবে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।বর্তমান নির্বাচন কমিশন পুনরায় নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্র স্থাপনের কাজে ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতোই এ দায়িত্ব নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা পালন করবেন।
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫