Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, নভেম্বর ১, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

লিড নিউজ

নির্বাচন সময়মতোই হবে, পেছানোর মতো কোনো শক্তি নেই : প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, নভেম্বর ১, ২০২৫
# ফাইল ফটো



প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। 


তিনি বলেন, ‘গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।’ 


শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই

কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রেসসচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’ 


এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার ব্যাপারেও কথা বলেছেন তিনি।


তিনি বলেন, ‘১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।’ তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে আজ এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

১ দিন আগে শনিবার, নভেম্বর ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন