Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে : রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।


চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার সফর

নিয়ে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সফরটি একটি মাইলফলক হবে।


প্রধান উপদেষ্টার সফর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের দৃষ্টি থাকবে। এ বিষয়ে চীনের মন্তব্য জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, এই সফরটি খুব ফলপ্রসূ হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে কী ধরনের সুবিধা বা লাভ হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।


স্থানীয় কূটনীতিকদের মতে, সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন। তিনি ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া, প্রধান উপদেষ্টার চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সাথে বৈঠক হতে পারে।


২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন ড. ইউনূস। একই দিনে তিনি হুয়াই কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। এরপর বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন