ঢাকা: সামান্যতম লজ্জা থাকলেও নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী
যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।অবিলম্বে সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ প্রতিবাদী যুব সমাবেশের আয়োজন করা হয়।
আলাল বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি এ নির্বাচন কমিশন আমাদের কোনো বিবেচ্য বিষয় না। এ সরকার যদি ক্ষমতায় থাকে নির্বাচন কমিশনে ফেরেস্তা নিয়োগ দিলেও তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।
তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনে নির্বাচন ছিল গত বুধবার (১২ অক্টোবর)। সেই নির্বাচনে সীমাহীন অনাচারের কারণে ডিসি কিন্তু নির্বাচন বন্ধ করেননি। প্রধান নির্বাচন কমিশনারকে বাধ্য হয়ে সেই নির্বাচন বন্ধ ঘোষণা করতে হয়েছে। কারণ এ ডিসি-এসপিরা নির্বাচন কমিশনকে বুড়ো আঙুন দেখিয়ে চলে গেছেন। ভারতের দক্ষিণে তামিল ছবিতে যেভাবে ভিলেনরা ডাক-চিৎকার করে ডিসি-এসপিরা নির্বাচন কমিশনের সভায় এসে সেভাবে ডাক-চিৎকার, হৈ-হুল্লোড় করে নির্বাচন কমিশনারকে বক্তব্য দিতে দেয়নি। ডায়েস থেকে সরে যেতে তাকে বাধ্য করেছে।
৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫