নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে জানান।
পরে ভিকটিমের নানির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ভিকটিমের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। ভিকটিমের বাবা এবং তার ছোট ভাই সহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন। জানুয়ারি মাসের
ঘটনা জানাজানি হলে, রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে আজ মিরপুর থানায় প্রেরণ করা হলে ভিকটিমের নানি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানিয়েছেন, আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫