Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

নগদ-এর ২৩'শ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




মোবাইল অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ-এ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। অভিযান শেষে তারা গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন বলে জানান।


তানজির

আহমেদ বলেন, "আমরা নগদ থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। দুদকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আগে এসব নথিপত্র বিশ্লেষণ করা হবে।"


তিনি আরও উল্লেখ করেন, "নগদের ৭০ শতাংশের বেশি মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের হাতে। তাই আমরা পরীক্ষা করব যে বিদেশে অর্থ পাচার করা হয়েছে কি না। এ ছাড়াও নগদের পেছনে আওয়ামী লীগের কে বা কারা জড়িত আছেন এবং ডাক বিভাগের সঙ্গে অন্যায্য চুক্তিতে কারা প্রভাব বিস্তার করেছিলেন, তা যাচাই করা হবে।"


এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, "প্রাথমিক অনুসন্ধানে ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার এবং ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।"


এই ঘটনায় নগদের কার্যক্রম ও আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক তদন্ত চলছে বলে জানা গেছে।

সূত্র: চ্যানেল২৪

৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন