অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, দেশের প্রায় ৩২টি উপজেলায় এখনো ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নেই।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা
বলেন, “আমরা যত দ্রুত সম্ভব এসব উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা করছি।”তিনি আরও বলেন, “ফায়ার বিগ্রেড সম্পর্কে সবাই জানেন। তারা দেশ ও জাতির জন্য অত্যন্ত সুনিপুণভাবে কাজ করে যাচ্ছে। যদিও তাদের কোনো ব্যর্থতা নেই, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।”
মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “ওই স্থানের জন্য জায়গা নেওয়া হয়েছে, তবে এখনো প্রশিক্ষণের জন্য এটি পুরোপুরি উপযোগী করতে পারিনি। কীভাবে এবং কত দ্রুত এটি উপযোগী করা যায় তা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।”
ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের বিষয়ে উপদেষ্টা বলেন, “ফায়ার সার্ভিসে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, তবে বিদেশিদের সঙ্গে তুলনা করলে কিছু ঘাটতি রয়েছে। আমরাও আধুনিক প্রযুক্তির দিকে এগোচ্ছি।”
এর আগে, তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন আধুনিক প্রযুক্তি পরিদর্শন করেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫