Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আমরা যাদের সম্মান দিতে চাই যথাসময়ে যেন দেই: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই, তাদের সম্মান যেন আমরা সময়মতো প্রদান করি। তিনি মনে করেন, মরণোত্তর পুরস্কারের চেয়ে জীবদ্দশায় পুরস্কার প্রাপ্তি ব্যক্তির জন্য, তাঁর পরিবারের জন্য এবং দেশের জন্য যে আনন্দ বয়ে আনে, তা মরণোত্তর পুরস্কারে সম্ভব হয় না।


তিনি আরও বলেন, আমরা যাকে সম্মান

জানাচ্ছি, তিনি যদি আমাদের মাঝে না থাকেন, তবে তা অর্থহীন। আমাদের উচিত ভবিষ্যতে এমন নিয়ম প্রণয়ন করা, যাতে যাদের মরণোত্তর পুরস্কার দেওয়ার কথা, তাদের তালিকা শেষ করে এরপর থেকে জীবিত ব্যক্তিদের সম্মান ও পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়ার একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিরা আমাদের জাতিকে এক উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। তাদের পুরস্কৃত করার মাধ্যমে আমরা শুধু তাদের সম্মানিত করছি না, বরং তাদের মাধ্যমে জাতি হিসেবে আমরা নিজেদের গৌরব অর্জন করছি। এই ব্যক্তিরা আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবং জাতির জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বলেন, তাদের জীবদ্দশায় আমরা যদি তাদের কথা স্মরণ না করি, তাহলে আমরা একটি অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত হব।

২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন