বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় র্যাবের এক সদস্যসহ দুজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর সদস্য অভিজিৎ সিং (২৮) ও টুম্পা রানী দাস (২২)। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
দগ্ধদের বন্ধু জনি জানান, অভিজিৎ সিং র্যাব-১১-এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় গতকাল
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, অভিজিৎ সিংয়ের শরীরের ৯০ শতাংশ ও টুম্পা রানীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, র্যাব-১১-এর সদস্য অভিজিৎ ছুটিতে ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে তার অবস্থা আশঙ্কাজনক।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫