Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আলোচিত ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। ডিবির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।


বার্তায় বলা হয়, রাজধানীর বসুন্ধরা

সংলগ্ন ভাটারা এলাকা থেকে মতিউর রহমান এবং লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। ছাগলকাণ্ডের ঘটনায় তারা সরাসরি জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনে ব্যাপক আলোচনায় আসেন। এরপর একে একে বেরিয়ে আসে তার বিলাসবহুল গাড়ি, জমি, এবং পরিবারের আভিজাত জীবনযাপনের নানা তথ্য।


এ ঘটনায় দুদক (দুর্নীতি দমন কমিশন) মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এছাড়া আদালতের নির্দেশে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।


প্রসঙ্গত, ছাগলকাণ্ডের সূত্র ধরে মতিউর রহমানকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়। এরপর থেকেই তার সম্পদ নিয়ে নানা ধরনের তদন্ত শুরু হয়।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন