Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

হেলমেট বাহিনীর যুগ শেষ: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ জনগণের সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। অন্যায়ভাবে হামলা ও মামলা করা পুলিশের দায়িত্ব নয়। যারা এমন কাজ করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, “হেলমেট বাহিনীর যুগ শেষ।”


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্র্যাব সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান এবং

ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


শেখ মো. সাজ্জাত আলী আরও উল্লেখ করেন, ডিএমপি এবং ক্র্যাব পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করে। তিনি বলেন, “জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।”


তিনি ঢাকাবাসীর সেবায় পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “পুলিশের পক্ষ থেকে সেবাদানে কোনো কার্পণ্য করা হবে না।” নতুন বছর উদযাপনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় এখনো কোনো নিরাপত্তা ঘাটতি নেই।


অনুষ্ঠানের শেষে তিনি ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন