জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়ার স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন আইনের কার্যকর হওয়ার পর দেশটিতে মৃত্যুদণ্ডের শাস্তি পরিবর্তন করা হচ্ছে। এর ফলে প্রায় ৬০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা কারাবাসে রূপান্তরিত হবে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত
হয়েছে।জিম্বাবুয়ে সর্বশেষ ২০০৫ সালে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ৬০ জন ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত অবস্থায় ছিলেন।
সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত নতুন মৃত্যুদণ্ড বিলোপ আইন অনুযায়ী, এখন থেকে আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং বিদ্যমান মৃত্যুদণ্ডের সাজাগুলো কারাবাসে রূপান্তরিত করতে হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তবে তারা আইনটির একটি ধারার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে, যা জরুরি অবস্থার সময় মৃত্যুদণ্ড পুনর্বহালের অনুমতি দেয়। সংস্থাটি জিম্বাবুয়ের কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিলুপ্তির দিকে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেন, "মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা শুধু আইনি সংস্কার নয়, এটি ন্যায়বিচার এবং মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।"
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫