Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার জুনিয়র

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তর্কসাপেক্ষে তাকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আটবারের ব্যালন ডি'অর বিজয়ী এই ফুটবলারও তার সতীর্থদের কাছ থেকে ফুটবলের কৌশল শিখেছেন! বিশেষ করে, পেনাল্টি কিকে উন্নতি করতে নেইমার জুনিয়রের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি।


বার্সেলোনা এবং পিএসজিতে একসাথে খেলেছেন নেইমার ও মেসি। পিএসজিতে খেলার সময় পেনাল্টি

কিকে আরও ভালো করার জন্য মেসি নেইমারের পরামর্শ নিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।


মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেন বার্সেলোনায়। সেই সময়ে ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে ছিলেন বেশ দক্ষ। অন্যদিকে, মেসি এই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন। তবে গত কয়েক বছরে স্পট কিকে অভূতপূর্ব উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।


নেইমার বলেন, 'আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সাহায্য করেছি। একদিন আমরা অনুশীলন করছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি এত ভালো পেনাল্টি কীভাবে নাও?’ আমি মনে মনে ভাবলাম, ‘আপনি কি পাগল? আপনি মেসি, আপনি যদি চান, তাহলে অবশ্যই পারবেন।’


তিনি আরও বলেন, 'আমি তাকে সেটা শিখিয়েছি এবং তিনি অনুশীলন করেছেন। (কাতার) বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে অনেক গোল করেছিলেন। মাত্র একবারই তিনি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি, আর সেটাই তিনি মিস করেছেন।'


বার্সেলোনায় যোগ দেওয়ার সময় রিয়াল মাদ্রিদ থেকেও অফার পেয়েছিলেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদের অফারটি একটি ব্ল্যাংক চেকের মতো ছিল, তারা আমাকে বলেছিল যে আমি যা চাই তাই নিতে পারি... তবে আমি হৃদয় দিয়ে শুধু বার্সেলোনাকেই চেয়েছিলাম।'

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন