জাতীয় নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতিই আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান আছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের
সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি।কিন্তু গণতান্ত্রিক ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।
এসংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?
তিনি বলেন, চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে। ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত করা হবে।
তিনি আরো বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ এ মাসেই শেষ হবে।
নির্বাচন কমিশন সচিব বলেন, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি দল আর সময় চেয়েছে ১৫টি এবং ১টির সময় হয়নি। ৫টি কোনো সাড়া দেয়নি।
নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।
চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের সাত সদস্যের একটি প্রতিনিধি দল দেশে আসবে বলেও জানান তিনি।
১৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫