Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না: আইজিপি

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, কোনো মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


বাহারুল আলম বলেন, “পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করবে না। কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা যাবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা করে, তবে তার বিরুদ্ধে

আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


ছাত্র-জনতার আন্দোলনের সময় কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, “এটা তদন্ত সাপেক্ষ বিষয়। গণঅভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। অনেকে নির্দোষ হয়েও আসামি হয়েছেন। আবার অনেকে দোষী হওয়া সত্ত্বেও শনাক্ত না হওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি।”


তিনি আরও বলেন, “২ লাখ ১৩ হাজার সদস্যের মধ্যে কতজন এ ধরনের ঘটনায় জড়িত ছিল তা খুঁজে বের করা কঠিন। তবে এটি অবশ্যই করা হবে। এটি আমাদের পুলিশ বাহিনীর স্বচ্ছতার জন্যই প্রয়োজন।”

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন