Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও হামলা হয়েছে। টাইমস অব ইসরায়েল এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে।


ইসরায়েলের নিরাপত্তা বিভাগ এই ঘটনাকে গুরুতর উল্লেখ করেছে। পুলিশের সঙ্গে যৌথ বিবৃতিতে

শিন বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বাসভবনের সামনে দুটি আগুনের গোলা পড়ে। তবে হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।


ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষামন্ত্রী কাটজ মন্তব্য করেছেন, "এই ঘটনা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।" তিনি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।


তবে কারা এই হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


এর আগে, গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালিয়েছিল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন