Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

কিশোর গ্যাং গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্য্বা-৭। শনিবার (১০ জুন) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল হাসান, শাহিনুজ্জামান মাসুম, তাফহিম মো. মারুফ, আবরার ও  মুনতাসির আদনান।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, কতিপয় কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে

সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে নিভৃতস্থানে সমবেত হয়েছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের সক্রীয় ৫ সদস্যকে গ্রেফতার করে।

পরবর্তীতে তারা অকপটে স্বীকার করে, সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের নিমিত্তে একত্রিত হয়েছিল। এছাড়াও আকটকৃত আসামিদের দেহ তল্লাশি করে ধারালো ২টি স্টীলের চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে, যার মধ্যে চট্টগ্রাম মহানগর উল্লেখযোগ্য। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠার অন্যতম কারণ।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন