Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় অস্ত্রসহ যুবদল নেতা রাসেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
১৭ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার সদর দক্ষিণের আব্দুল্লাহপুর এলাকা থেকে যুবদল নেতা রাসেলকে অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। 


রোববার (৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।


যুবদল নেতা রাসেল কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড দক্ষিণ এলাকার বাসিন্দা। সে মনিরুল হক চৌধুরী সমর্থিত গ্রুপের যুবদল কর্মী। তার কাছ থেকে ৭.৬৫ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা

হয়েছে। 


সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 

উল্লেখ্য যে, কয়েকদিন পূর্বে এই রাসেলকে খেলনার পিস্তল, ওয়াকিটকিসহ যৌথবাহিনী আটক করেছিল। কিন্তু রাজনৈতিক  তদবিরে সে একদিন পরেই জামিনে বের হয়ে যায় বলে স্থানীয় সূত্র জানায়। 

১৭ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন