Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় অস্ত্রের মহড়া, আতঙ্ক এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা নগ‌রের গো‌বিন্দপুর খ‌লিফাবা‌ড়ি এলাকায় অস্ত্রের মহড়া, কক‌লেট বি‌স্ফোরণ ও গু‌লির বিকট শ‌ব্দে আতঙ্ক ছ‌ড়ি‌য়ে‌ছে সাধারণ মানু‌ষের মা‌ঝে।


মঙ্গলবার ৭নং ওয়া‌র্ডের সি‌টি কাউন্সিলর কার্যালয়ের সামনে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। ঘটনার সি‌টি‌টি‌ভির ফুটেজ সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়েছে।


‌সি‌টি‌টি‌ভির

ফুটেজে দেখা যায়, শটগান ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ফাঁকা গুলি ছুড়‌ছে। তা‌রা হা‌তে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।


কু‌মিল্লা নগ‌রের ৭নং ওয়ার্ড সি‌টি কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকেলে একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে কক‌টেল ও এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এ সময় তারা আমার বাড়ির গ্লাস ভেঙে দেয়। তবে ধারণা করছি, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এ কাজ করেছে।


কু‌মিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন