Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন,৫৫ পদাতিক ডিভিশন রানারআপ

স্টাফ রিপোর্টার:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট  কোর্স প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সেনানিবাস এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল  স্টাফ  লেফটেন্যান্ট  জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং 

(জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া। 


 এ প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন  চ্যাম্পিয়ন  এবং ৫৫ পদাতিক ডিভিশন  রানারআপ হওয়ার গৌরব  অর্জন করে।


 এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫  পদাতিক ডিভিশনের  ইউপি লেন্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ৩৩ পদাতিক  ডিভিশনের সৈনিক সোহরাব আলী দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী  হওয়ার গৌরব অর্জন করে। 


উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে। 


সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র  কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ 


এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন