Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় গণমিছিল থেকে জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কু‌মিল্লা নগরীতে গণমি‌ছিলের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে মহানগর জামায়াতের ২৩ জন  নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে আটক করে ডিবি পুলিশ ও দুইজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডের সালাহউদ্দিন হোটেল থে‌কে জামায়াত শি‌বি‌রের গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় গণমিছিলটি

পণ্ড হয়ে যায়। গণ‌মি‌ছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ২৩ নেতাকর্মীকে আটক ক‌রা হয়। আটকদের মধ্যে নগ‌রীর তালপুকুরপাড় লস্কর‌ভিলার খোর‌শেদ আলম ও মো. এনামুল হকের নাম জানা গেছে।

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া  আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হওয়ার পর দুইজনকে আটক করে‌ছে কোতোয়ালি থানা পু‌লিশ। অন্য মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন