Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় বিএনপি সমর্থককে কুপিয়ে হত্যা করলো সাবেক এমপি আজাদের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানকে (৫০)  কুপিয়ে  হত্যা করেছে আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এ সময় অন্তত ১২ জন আহত হয়। হামলাকারিরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান (৫০)

উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বিএনপির সমর্থক।

 স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ হাসিনা ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি নামানোকে কেন্দ্র করে  বাক-বিতণ্ডা হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদের  ভাগ্নে  আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন,  মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন