কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ১২ জন আহত হয়। হামলাকারিরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের অনুসারি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাঁইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান (৫০)
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে শেখ হাসিনা ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ছবি নামানোকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। পরে সমাধানের আশ্বাসে শুক্রবার সকাল ৯টায় সালিশী বৈঠকের আয়োজন করে স্থানীয়রা৷ ওই বৈঠকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদের ভাগ্নে আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সিদ্দিকুর ঘটনাস্থলেই নিহত হন৷ এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নয়ন মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫