Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় বিদেশি অবৈধ পিস্তলসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) জেলা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নগরীর শাসনগাছা মিম হসপিটালের সামনে একটি পিস্তল নিয়ে আলি হাসান রিয়াদ

নামে এক যুবক অপেক্ষা করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখান থেকে রিয়াদকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

এসময় রিয়াদ স্বীকার করে তার কাছে একটি বিদেশী অবৈধ পিস্তল রয়েছে। এটি রাখার জন্য মো. শামীম নামে তার এক সহযোগীর কাছে দিয়েছে। পরে ওই রাতেই রিয়াদকে সঙ্গে নিয়ে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট হতে শামীমকে আটক করে। পরে কুমিল্লা শহরতলির চম্পকনগর পশ্চিম পাড়ায় শামীমের ভাড়া বাসা হতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ম্যাগজিনে রক্ষিত ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেফতার আলী হাসান রিয়াদ কুমিল্লা সদরের শিবপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র এবং মো. শামীম কুমিল্লার চান্দিনার পরচঙ্গা গ্রামের আলী আহমদের পুত্র।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন